বন্দরের নিয়ন্ত্রণ ফিরিয়েছে মোজাম্বিক-রুয়ান্ডা

ইসলামপন্থী বিদ্রোহীদের কাছ থেকে মোজাম্বিকের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দরের দখল ফিরিয়ে নিয়েছে রুয়ান্ডা ও মোজাম্বিকের সেনাবাহিনী। রুয়ান্ডার সেনাবাহিনী জানিয়েছে, মোসিবোয়া দা পারিয়া বিদ্রোহীদের সর্বশেষ শক্ত অবস্থান ছিলো। এর অবস্থান আফ্রিকার অন্যতম বড় গ্যাস ক্ষেত্র যে প্রদেশে অবস্থিত সেই কাবো দেলাগোদো প্রদেশে। তবে বিদ্রোহীদের তরফ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৭ সালে মোজাম্বিকে শুরু হওয়া বিদ্রোহী তৎপরতা। এই সংঘাতে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু ও আট লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। দীর্ঘদিন ধরেই কাবো দেলাগোদো প্রদেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে আসছিলো মোজাম্বিকের সেনাবাহিনী। তাদের সহায়তায় গত মাসে দেশটিতে প্রায় এক হাজার সেনা পাঠায় রুয়ান্ডা।

রবিবার রুয়ান্ডার প্রতিরক্ষা বাহিনীর এক টুইট বার্তায় বলা হয়, ‘দুই বছরের বেশি সময় ধরে বিদ্রোহীদের শক্ত অবস্থান বন্দর নগরী মোসিমবোয়া দা পারিয়া দখল করেছে রুয়ান্ডান ও মোজাম্বিকান নিরাপত্তা বাহিনী।’

বাহিনীর মুখপাত্র কর্নেল রোনাল্ড রুহিভাঙ্গা পরে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দরটি বিদ্রোহীদের সর্বশেষ শক্ত ঘাঁটি ছিলো। এর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার মাধ্যমে বিদ্রোহী মোকাবিলা অভিযানের প্রথম পর্যায় শেষ হলো। তিনি বলেন, ‘ওই এলাকাকে শান্ত করতে আমরা নিরাপত্তা অভিযান অব্যাহত রাখবো।’

বাস্তুচ্যুত মানুষেরা শিগগিরই নিজেদের বাড়িতে ফিরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন কর্নেল রোনাল্ড রুহিভাঙ্গা।