মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া

মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আলজেরীয় পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

পশ্চিম সাহারা নিয়ে মরক্কো ও আলজেরিয়ার সম্পর্কে তিক্ততা কয়েক দশক ধরে বিরাজ করছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লামামরা বলেন, আজ থেকে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। মরক্কোর বাদশাহ কখনও আলজেরিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করেননি।

এই বিষয়ে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে বাদশাহ মোহাম্মদ আলজেরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নর আহ্বান জানিয়েছিলেন।

গত সপ্তাহে আলজেরিয়া দাবি করে, প্রাণঘাতী দাবানলের জন্য যে গোষ্ঠী দায়ী তারা দেশটিতে সন্ত্রাসী সংগঠন এবং এদের সমর্থন দিচ্ছে মরক্কো।