গ্রেটার সাহারায় আইএস প্রধানকে হত্যা, বড় সাফল্য বলছে ফ্রান্স

গ্রেটার সাহারা অঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান আদনান আবু ওয়ালিদ আল-সাহারায়িকে হত্যা করেছে ফ্রান্সের সেনাবাহিনী। মার্কিন সেনা ও বিদেশি ত্রাণকর্মীদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় তাকে খোঁজা হচ্ছিলো।

বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন এক টুইট বার্তায় লেখেন আদনান আবু ওয়ালিদ আল-সাহারায়িকে ‘নিরস্ত্র করেছে ফরাসি সেনাবাহিনী।’ অভিযানের বিস্তারিত আর কোনও কিছু না জানিয়ে তিনি লেখেন, ‘সাহেল এলাকায় সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে এটা আরেকটা বড় অর্জন।’

২০২০ সালে ফরাসি ত্রাণ কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলো আদনান আবু ওয়ালিদ। এছাড়া ২০১৭ সালে নাইজারে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনায় তাকে খোঁজা হচ্ছিলো।

মালি, নাইজার ও বুরকিনা ফাসো অঞ্চলের জঙ্গি হামলার ঘটনার বেশিরভাগের জন্যই গ্রেটার সাহারা এলাকার আইএসকে দায়ী করা হয়। আদনান আবু ওয়ালিদকে ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

২০১২ সালে মালির উত্তরাঞ্চল বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়। ২০১৩ সালে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের পর শহর এলাকা ছেড়ে যায় এসব গোষ্ঠী।