গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন জোহানেসবার্গের নতুন মেয়র

দক্ষিণ আফ্রিকার অন্যতম বড় শহর জোহানেসবার্গের নতুন মেয়র এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দুর্ঘটনার আগে প্রেসিডেন্টের সঙ্গে নির্বাচনি প্রচারে ছিলেন মেয় জোলিডে মাতোনগো (৪৬)।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাস্তায় দৌড়াতে থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায় মেয়রের গাড়ি। এতে মেয়রের পাশাপাশি ওই পথচারী এবং অপর গাড়ি চালকও নিহত হন। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মেয়রের দুই গাড়ি চালক।

করোনা সংশ্লিষ্ট জটিলতায় আগের মেয়রের মৃত্যুর পর গত ২০ আগস্ট জোহানেসবার্গের মেয়র হন জোলিডে মাতোনগো। জিম্বাবুয়ের এক অভিবাসীর সন্তান মাতোনগো ১৩ বছর বয়স থেকেই দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক অ্যাক্টিভিটিস ছিলেন। ওই সময় থেকেই বর্ণবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তিনি।

ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সদস্য ছিলেন জোলিডে মাতোনগো। আগামী ১ নভেম্বর জোহানেসবার্গের স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রচারের সামনের কাতারেই ছিলেন তিনি।