আমেরিকান মিশনারি অপহরণে হাইতির গ্যাং জড়িত: কর্মকর্তা

কর্মকর্তারা জানিয়েছেন, হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সের বাইরে থেকে উত্তর আমেরিকার অন্তত ১৭ মিশনারিকে অপহরণের ঘটনায় দেশটির একটি কুখ্যাত গ্যাং জড়িত।

গত শনিবার অপহৃত হওয়ার সময় পাঁচ পুরুষ, সাত নারী এবং পাঁচ শিশুর দলটি একটি এতিমখানা পরিদর্শণ শেষে ফিরে আসছিলো। কর্মকর্তারা দাবি করেছেন, তাদের অপহরণ করেছে ৪০০ মায়োজো নামের একটি গ্যাং। গত এপ্রিলে এক ক্যাথোলিক যাজককে অপহরণেও অভিযুক্ত এই গ্যাংটি।

বিশ্বে অপহরণের হার সবচেয়ে বেশি হাইতিতে। এই বছর বিশেষ রকমের খারাপ। স্থানীয় একটি নাগরিক গ্রুপের হিসেব অনুযায়ী এই বছরের প্রথম তিন মাসেই ছয়শ’র বেশি অপহরণের ঘটনা নথিভুক্ত হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩১টি বেশি।

গত জুলাইতে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি খুন হন। এরপর দেশের নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বি গ্রুপগুলোর মধ্যে সংঘাত বেড়েছে। বেড়েছে অপরাধের পরিমাণও। অপহরণের হাত থেকে স্থানীয় ও বিদেশি কেউই বাদ পড়ছে না। এসব অপহরণের বড় অংশই করছে ৪০০ মায়োজো গ্যাং।

হাইতির পুলিশ ইন্সপেক্টর ফ্রান্টজ চ্যাম্পেজ বলেন, ধারণা করা হচ্ছে গত শনিবার ১৬ মার্কিন ও এক কানাডীয়কে অপহরণের সঙ্গেও গ্যাংটি জড়িত। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেশ কয়েক জন স্থানীয়কেও অপহরণ করা হয়েছে।

ক্রয়েক্স-ডেস-বুকেটস শহর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই উত্তর আমেরিকান মিশনারিদের গ্রুপটিকে তুলে নেওয়া হয়। ওই এলাকাটি নিয়ন্ত্রণ করে ৪০০ মায়োজো গ্যাং।

গ্যাংটি সাধারণত চাঁদার দাবি করে থাকে। এপ্রিলে ক্যাথোলিক যাজককে নিরাপদে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তারা দশ লাখ ডলার দাবি করে। তবে মিশনারিদের জন্য কোনও চাঁদা চাওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়।