সেই মিশনারিদের জন্য ১ কোটি ৭০ লাখ ডলার মুক্তিপণ দাবি

আমেরিকান ও কানাডীয় মিশনারিদের অপহরণ করা হাইতির গ্যাংটি ১ কোটি ৭০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে। হাইতির বিচারমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। লিসেট কুইতেল জানিয়েছেন, ৪০০ মায়োজো গ্যাংটির সঙ্গে যোগাযোগ বজায় রাখছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এবং হাইতির পুলিশ।

হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্স এর বাইরে থেকে মিশনারি গ্রুপটিকে অপহরণ করে ৪০০ মায়োজো গ্যাং। গত শনিবার অপহৃত হওয়ার সময় পাঁচ পুরুষ, সাত নারী এবং পাঁচ শিশুর দলটি একটি এতিমখানা পরিদর্শণ শেষে ফিরে আসছিলো। কর্মকর্তারা দাবি করেছেন, তাদের অপহরণ করেছে ৪০০ মায়োজো নামের একটি গ্যাং। গত এপ্রিলে ক্যাথোলিক যাজকদের একটি দলকে অপহরণেও অভিযুক্ত এই গ্যাংটি।

বিশ্বে অপহরণের হার সবচেয়ে বেশি হাইতিতে। তবে এটাই গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অপহরণের ঘটনা। গত ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল মোইসি খুনের ঘটনার পর দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি চলছে।

বিচারমন্ত্রী লিসেট কুইতেল বলেন, ‘মুক্তিপণ ছাড়াই তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করে যাচ্ছি। এটাই প্রথম বিবেচ্য। সত্য কথা বলি: আমরা তাদের অর্থ দিলে এই অর্থ আরও বেশি বন্দুক ও গোলাবারুদ কেনায় খরচ হবে।’

ওই গ্যাংটি সাধারণত মুক্তিপণের দাবিতে অপহরণ করে থাকে। গত এপ্রিলে ক্যাথোলিক যাজক দলটিকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তারা দশ লাখ ডলার দাবি করে। পরে মুক্তিপণ পরিশোধ করে তাদের ছাড়িয়ে আনা হয়। তবে এবারে মুক্তিপণ নির্ধারণের আলোচনা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে জানান হাইতির বিচারমন্ত্রী।