ব্রিটিশ সতর্কতা জারির পর উগান্ডায় বোমা হামলা

উগান্ডার রাজধানী কামপালাতে একটি সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত এক ব্যক্তি নিহত ও অপর সাত জন আহত হয়েছে। শনিবার রাতে একটি পানশালায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

যুক্তরাজ্য সরকার উগান্ডায় সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কতা জারির এক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটলো।

ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। ফরেনসিক তদন্তকারীরা বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় এক মেয়র বলেছেন, এলাকাটির বাসিন্দারা তাদের এলাকায় হামলার আশঙ্কায় ভীত।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, পানশালার বারান্দা দুই ব্যক্তি এসেছিল। তাদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে বোতলজাতীয় কিছু আছে বলে মনে হয়েছিল। তবে পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি কোন ধরনের বোমা ছিল তা।

প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি জানান, সন্দেহভাজন সন্ত্রাসীরা প্লাস্টিক ব্যাগে হয়ত বোমাটি রেখে গেছে। জনগণের ভয় পাওয়ার দরকার নাই। যারা জীবনের শ্রদ্ধা করে না, এমন অপরাধমূলক কর্মকাণ্ড করে তাদের যেমন আমরা হারিয়েছে, এই অপরাধীরাও পরাজিত হবে।