নাইজেরিয়ায় ২১তলা ভবন ধস, আটকে পড়েছে অন্তত ৫০ জন

নাইজেরিয়ার লাগোস প্রদেশের ইকোয়ি এলাকায় একটি ২১তলা ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তুপের নিচে অন্তত ৫০ জন আটকা পড়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে ভবনটি ধসে পড়ে। তবে এর কারণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় চ্যানেল অ্যারাইজ টিভি জানিয়েছে, ভবনটি ধসে পড়ার সময়ে সেখানে মালিক এবং বেশ কয়েক জন নির্মাণ কর্মী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন জরুরি কর্মীরা।

লাগোস স্টেট জরুরি ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক ফেমি ওকি জানিয়েছেন তারা জরুরি উদ্ধার পরিকল্পনা তৈরি করে ফেলেছেন।

ভবনটি ধসে পড়ে হতাহতের খবর সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ৫০ জনেরও বেশি আটকে পড়ার কথা জানা যাচ্ছে।