ইথিওপিয়াতে জোটবদ্ধ হচ্ছে আবি বিরোধীরা

ইথিওপিয়াতে রাজনৈতিক পরিবর্তনের জন্য চাপ দিতে ৯টি সরকারবিরোধী সংগঠন জোট গঠন করতে যাচ্ছে। শুক্রবার দুটি সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, বিদ্রোহীরা যখন রাজধানীর দিকে আগাচ্ছে তখন প্রধানমন্ত্রী আবি আহমেদের ওপর আরও চাপ প্রয়োগ করতে এই জোট গঠন করছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি গোষ্ঠীর সশস্ত্র যোদ্ধা রয়েছে। তবে এটি স্পষ্ট নয়, জোটবদ্ধভাবে তারা কী করবে।

এক সংগঠক ইয়োহানেসি আব্রাহা, এই জোটের আওতার মধ্যে রয়েছে রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক ও নর্দান তাইগ্রে ও ওরোমো লিবারেশন আর্মির মধ্যকার বিদ্যমান চুক্তির সম্প্রসারণ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুক্রবার এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ইউনাইটেড ফ্রন্ট অব ইথিওপিয়ান ফেডারেলিস্ট অ্যান্ড কনফেডারেলিস্ট ফোর্সেস নামের এই জোটে রয়েছে তাইগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্ট। এই গোষ্ঠী এক বছর আবি সরকারের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। এই যুদ্ধে হাজারো মানুষ নিহত ও লাখো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।