সুদানে শিক্ষকদের বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ

সুদানে সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে শিক্ষকদের বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতমাসে সেনাবাহিনী কর্তৃক দেশটির ক্ষমতা দখলের প্রতিবাদে রবিবার থেকে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দেয় শিক্ষকদের একটি সংগঠন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অভ্যুত্থানের বিরোধিতায় দুই দিনের অসহযোগিতা কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভকারী সামরিক সরকারের পদত্যাগ ও বেসামরিক শাসনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন।

এমন সময় এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে যখন আরব লিগের মধ্যস্থতাকারীরা রাজধানীতে সংকট নিরসনে আলোচনার জন্য পৌঁছেছেন।

রাজধানী খার্তুমে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে এক সমাবেশে বেশ কয়েকজন শিক্ষক ‘সামরিক শাসনকে না’ লেখা ব্যানার নিয়ে বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের আহ্বান জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন শিক্ষককে আটক করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষকদের সংগঠন।

২৫ অক্টোবরের অভ্যুত্থানের পর থেকে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। ৩০ অক্টোবর এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৪ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হন।