আইন ভাঙলে জাতিসংঘ কর্মীদের শাস্তি দেবে ইথিওপিয়া

জাতিসংঘ বা আফ্রিকান ইউনিয়নে কর্মরত ইথিওপিয়ার নাগরিকরা আইন ভঙ্গ করলে শাস্তি  পাবে। বৃহস্পতিবার ইথিওপিয়ার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। অজ্ঞাত অভিযোগে বেশ কয়েকজন জাতিসংঘ কর্মীকে গ্রেফতারের পরে একথা জানানো হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

উত্তরাঞ্চলীয় তাইগ্রে থেকে বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়া শুরু করলে ২ নভেম্বর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে ইথিওপিয়া। এরপর রাজধানী আদ্দিস আবাবাতে কয়েকশ’ তাইগ্রেয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে তাদের পরিবারের সদস্য ও সহকর্মীরা অভিযোগ করেছেন। তাদের সঙ্গে জাতিসংঘের স্টাফ সদস্য ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের জাতিগত পরিচয় প্রকাশ করা হয়নি। জাতিসংঘের সাত কর্মীকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ বলেছে, গ্রেফতারের পেছনে জাতিগত উদ্দেশ্য নাই।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিনা মুফতি এক সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘের যেসব কর্মী ইথিওপিয়াতে বাস করেন তাদের উচিত দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তারা ইথিওপিয়াতে বাস করেন, মহাকাশে নয়। জাতিসংঘ বা আফ্রিকান ইউনিয়নের কর্মী হোন না কেন তাদের বিচারের আওতায় আনা হবে।