সুদানে অভ্যুত্থানবিরোধী ১৫ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা: চিকিৎসক গ্রুপ

সুদানের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবার রাজপথে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। এদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।

গত ২৫ অক্টোবরের অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবার রাজধানী খার্তুম ছাড়াও বাহরি, ওমদারমান শহরে বড় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর এবং অভ্যুত্থানে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবি জানায়।

ওই তিন শহরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী তাজা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোনের যোগাযোগ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে বিক্ষোভকারী এবং পুলিশ সদস্যরা রয়েছেন।

বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত সুদানিজ চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, অভ্যুত্থানকারী বাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে তাজা গুলি ব্যবহার করেছে আর বহু মানুষ গুলিবিদ্ধ হয়েছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা মারাত্মক। তারা জানিয়েছে, বাহরি শহরেই নিহতের ঘটনা ঘটেছে।

নিরাপত্তা বাহিনীর তাণ্ডবের প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা ব্যারিকেড গড়ে তোলে। ওমদারমান শহরের এক বিক্ষোভকারী বলেন, ‘মানুষ এই মুহূর্তে খুবই ভীত।’

পোর্ট সুদান, কাসালা, ডঙ্গোলা, ওয়াড মাদানি এবং জেনেইনা শহরে বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মূল সড়ক এবং সংযোগ সড়কগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিক্ষোভে হতাহতের পরিমাণ নিয়ে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী এবং পুলিশ প্রতিনিধিরা কোনও মন্তব্য করেনি। তবে সামরিক বাহিনীর নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেওয়া হবে এবং সামরিক বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করেনি।