বুরিকনা ফাসোয় সরকার সমর্থিত ১৪ যোদ্ধাকে হত্যা

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে দেশটির সরকার সমর্থিত একটি বেসামরিক মিলিশিয়া গ্রুপের অন্তত ১৪ সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

গত নভেম্বরে দেশটির একটি সেনা চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় ৫৩ জন নিহত হয়। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার এই দেশটিতে এ ধরনের হামলার ঘটনা খুবই সাধারণ।

বৃহস্পতিবার বুরকিনা ফাসোর এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, টিটাও শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে মিলিশিয়াদের ওপর হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট যোদ্ধাদের মোকাবিলায় এই মিলিশিয়াদের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে থাকে দেশটির সরকার।

তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। গত কয়েক বছরে বুরকিনা ফাসো, নাইজার এবং মালির বিস্তৃত এলাকাজুড়ে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীর হামলা বৃদ্ধি পেয়েছে। ফলে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল থেকে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত  হয়েছেন। এসব হামলা ও সহিংসতায় নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ।