নাইজেরিয়ায় প্রেসিডেন্টের বিমান ঘাঁটির কাছে একাধিক বিস্ফোরণ, নিহত ৫

নাইজেরিয়ার মাইদুগুরি শহরের কাছে একটি বিমান ঘাঁটির কাছে কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার এসব বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ওই ঘাঁটিটি প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ব্যবহার করে থাকেন। সেখানে তার সফরের আগেই এসব বিস্ফোরণ ঘটেছে।

মাইদুগুরি শহরটি নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের রাজধানী। গত ১২ বছর ধরে এই এলাকাতে ইসলামপন্থী বিদ্রোহীদের তৎপরতা চলছে। মাইদুগুরি শহর এবং আশেপাশের এলাকায় নিয়মিতভাবে বিদ্রোহীরা হামলা চালিয়ে থাকে।

মাইদুগুরির বিমান ঘাঁটি থেকে কয়েক শ’ মিটার দূরে গোমারি আয়াফে এলাকায় বিস্ফোরণে চার জন নিহত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। বিস্ফোরণের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমান ঘাঁটিতে নামেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে খোলা ট্রাকে করে আহতদের হাসপাতালে নিতে দেখার কথা জানিয়েছেন। বিস্ফোরণে অন্তত তিনটি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সন্দেহ ইসলামপন্থী বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

আহতদের নেওয়া হয়েছে উমারু শেহু হাসপাতালে। সেখানকার এক চিকিৎসক বলেন, ‘আমরা চার জনকে মৃত অবস্থায় এবং ১৫ জনকে আহত অবস্থায় পেয়েছি।’

মাইদুগুরির আরেক এলাকা আজিলারি ক্রসের বাসিন্দা হুসাইনি গারবা জানান, তিনি কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর বড় বিস্ফোরণের শব্দ শোনেন। দ্রুত বাড়িতে ফিরে দেখতে পান তার বাড়ি গুড়িয়ে গেছে আর ১৮ বছরের মেয়েটি মারা গেছে।

এসব বিস্ফোরণের বিষয়ে নাইজেরিয়ার সেনাবাহিনী ও প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।