সুদানে বিক্ষোভ: ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো সেনাবাহিনী

সামরিক শাসনবিরোধী গণবিক্ষোভের আগে রাজধানী খার্তুমে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সুদানের সামরিক সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, বেশ কিছু সেতু দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি জানিয়ে বলা হয়েছে, কোনও ধরনের বিঘ্ন যেনও না ঘটে।

গত সপ্তাহে লাখো বিক্ষোভকারী মিছিল নিয়ে খার্তুমে জড়ো হন। তারা ২৫ অক্টোবরের সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করে বেসামরিক শাসন প্রতিষ্ঠার দাবি জানান।

দেশটিতে সংগঠকরা বিক্ষোভ আয়োজনের জন্য ওয়েব ও অ্যাপসের ওপর নির্ভরশীল। গত সপ্তাহের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে কয়েক ডজন নারী ও মেয়েকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

সামরিক অভ্যুত্থানের দুই মাস পূর্তির দিন শনিবার একাধিক বিক্ষোভের পরিকল্পনা করেছেন অ্যাক্টিভিস্টরা। এরপরই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়।

এক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান জানায়, সুদানের জাতীয় টেলিযোগাযোগ করপোরেশনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, রাজধানীজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নীল নদীর কয়েকটি সেতুতে যানবাহন ও মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।