মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শনিবার জাতিসংঘ মিশন এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মিনুসকা মিশন জানায়, শুক্রবার রাজধানী বাঙ্গুই থেকে ৫০০ কিলোমিটার দূরে বহং এলাকায় শান্তিরক্ষীদের বহনকারী গাড়ি একটি মাইনের উপর দিয়ে চলে গেলে তা বিস্ফোরিত হয়। এতে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে বৌয়ার শহরে মিনুসকা পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিশন।

শান্তিরক্ষী মিশন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অজ্ঞাত বিস্ফোরক ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণে তাঞ্জানিয়ার তিন শান্তিরক্ষী আহত হয়েছিলেন।

মিনুসকা মিশনের তথ্য অনুসারে, আগস্ট থেকে মাইন বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে।

৫০ লাখ মানুষের দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। সূত্র: ঢাকা ট্রিবিউন