বিমানের টয়লেটের ময়লার ঝুড়িতে পাওয়া গেলো নবজাতক

মৌরিতাসের বিমানবন্দরের কর্মীরা একটি বিমানের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে পেয়েছেন। বিমানে শিশুটির জন্মদানকারী সন্দেহে মাদাগাস্কারের ২০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ১ জানুয়ারি এয়ার মৌরিতাসের বিমানটি মাদাগাস্কার থেকে স্যার সীউসগুর রামগুলাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটিতে নিয়মিত তল্লাশি চালানোর সময় বিমানবন্দরের কর্মকর্তারা নবজাতককে দেখতে পান। দ্রুতই তারা শিশুটির চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যান।

মা সন্দেহ করা নারী প্রথমে শিশুটির গর্ভজাত বলে অস্বীকার করেন। পরে তার মেডিক্যাল পরীক্ষা করা হয়। তখন নিশ্চিত হওয়া গেছে যে, তিনি সদ্য সন্তান জন্মদান করেছেন।

ওই নারীকে হাসপাতালে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তিনি ও তার শিশু সুস্থ।

দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে মৌরিতাস এসেছেন ওই নারী। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে নবজাতককে প্রত্যাখ্যানের অভিযোগ আনা হতে পারে।