কঙ্গোতে হাই-ভোল্টেজ ক্যাবল ছিঁড়ে পড়লো বাজারে, নিহত ২৬

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে হাই-ভোল্টেজের ক্যাবল একটি ব্যস্ত বাজারে ছিঁড়ে পড়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছে। বুধবার রাজধানী কিনশাসার কাছে একটি বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বিদ্যুতের ক্যাবলটি ছিঁড়ে কয়েকটি বাড়ি ও কেনাকাটায় ব্যস্ত মানুষদের ওপর পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি নিথর দেহ পড়ে আছে।

বিদ্যুতের ক্যাবলটি কীভাবে ছিঁড়ল তা সম্পর্কে জানা যায়নি। তবে এক বিবৃতিতে দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, ক্যাবলের একটি অংশে বজ্রপাত আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে তা মাটিতে পড়ে যায়।

নিহতদের পরিবারের প্রতি কোম্পানিটি শোক ও সমবেদনা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, কিনাশার অদূরে মাতাদি-কিবালা জেলায় এই ঘটনা ঘটেছে এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগ বাজারের নারী বিক্রেতা।