বুরকিনা ফাসোয় ফরাসি বিমান হামলায় ৪০ যোদ্ধা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় ফরাসি অভিযানে ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। এই দলটি গত সপ্তাহে প্রতিবেশী বেনিনে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। রবিবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

শনিবার সেনাবাহিনীর জেনারেল কমান্ডার জানিয়েছেন, সাহেল অঞ্চলে ফ্রান্সের নেতৃত্বাধীন বারখান বাহিনী বেনিনে হামলার সঙ্গে জড়িত সশস্ত্রদের লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করে। অভিযানে অজ্ঞাত ৪০ যোদ্ধা নিহত হয়েছে।

এই সপ্তাহে বেনিনের প্রত্যন্ত অঞ্চলে সশস্ত্র হামলায় ফরাসি সেনাসহ নয়জন নিহত হন। হামলার ঘটনায় জোরালো তদন্তের কথা জানায় ফ্রান্স। এরপরই হামলাকারীদের শনাক্ত করে অভিযান চালানো হয়। 

বেনিন, বুরকিনা ফাসোসহ আফ্রিকার একাধিক দেশে অনেক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। হত্যা, গুম, লুটপাটের সঙ্গে জড়িত এসব গোষ্ঠীগুলো। এদের মধ্যে বোকো হারাম, আল-শাবাব অন্যতম জঙ্গিগোষ্ঠী।