সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, ৩৩ জন হতাহত

আত্মঘাতী বোমা বিস্ফোরণে সোমলিয়ায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার একটি রেস্তোরাঁয় এই হামলায় আহত হন আরও ২০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশের মুখপাত্র ডিনি রোবেল আহমেদ বলেন, বেলেডওয়ে শহরে হামলায় নিহতদের বেশির ভাগই বেসামরিক। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, হাসান ধিফ নামের ওই রেস্তোরাঁর খোলা জায়গায় বিস্ফোরণ ঘটে। সেখানে দুপুরের খাবার খেতে জড়ো হন অনেকে। প্রত্যক্ষদর্শী মাহাদ ওসমান বলেন, আমি অনেকের মরদেহ পরে থাকতে দেখেছি। আমি সঠিক ভাবে বলতে পারছি না কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

পুলিশ নিশ্চিত করেছে যে, এটি আত্মঘাতী বোমা হামলা ছিল। দেশটির রাজধানীসহ অনেক জায়গায় প্রায় সময় হামলার ঘটনা ঘটে। মাঝেমধ্যে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এবং আইএস এ ধরনের হামলার দায় স্বীকার করে।

সূত্র: আল জাজিরা।