বুরকিনা ফাসোর সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০

দক্ষিণ-পশ্চিম বুরকিনা ফাসোর এক গ্রামের অস্থায়ী একটি সোনার খনিতে বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খনি কাজে ব্যবহারের জন্য খনির পাশের এক বাজারে মজুত করে ডিনামাইটে আগুন ধরে গেলে বিস্ফোরণ ঘটে।

বিচার বিভাগের একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ‘সব জায়গাতে মরদেহের টুকরো ছড়িয়ে আছে। এই বিস্ফোরণে গাছের শেকড় উপড়ে গেছে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।’ আহত বহু মানুষকে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

গত সোমবারের এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গাউয়া শহরের কাছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আঞ্চলিক প্রসিকিউটর। এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্ফোরণের পর সোনার খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় এক নিউজ রিপোর্টার জানান, বিস্ফোরণের পথে যা কিছু পড়েছে তার সবকিছুই ধ্বংস হয়ে গেছে। স্থানীয় নেতা স্যানসান আরবেইন বলেন, খনিতে কাজ করা বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

আফ্রিকার সবচেয়ে বড় সোনা উৎপাদনকারী দেশ বুরকিনা ফাসো। দেশটির বহু খনি পরিচালনা করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তবে বহু বেসরকারি এবং নিয়মনীতি অনুসরণ না করা বহু খনিও রয়েছে।

বিবিসির পশ্চিম আফ্রিকা প্রতিবেদক নিকোলাস নেগোসে জানান, ২০০৯ সালে তুলা ছাপিয়ে সোনাই বুরকিনার শীর্ষ রফতানি পণ্য হিসেবে উঠে আসে। ২০২০ সালে দেশটিতে ৫৪ টন সোনা উৎপাদিত হয়। ২০১৯ সালে যার পরিমাণ ছিল ৪৫ টন।

সূত্র: বিবিসি