দুই শতাধিক জঙ্গিকে হত্যার দাবি মালির সেনাবাহিনীর

আফ্রিকার সাহেল প্রদেশে বিশেষ সামরিক অভিযানে ২০৩ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে দাবি করেছে মালির সেনাবাহিনী। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত মার্চের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত সাহেলের মৌরা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আট দিনের সামরিক অভিযানে ২০৩ জন সন্ত্রাসী নিহত এবং ৫১ জন আটক হয়েছে। অভিযান চালিয়ে বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে সেনা সদস্যরা। তবে মালির সেনাবাহিনীর এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মালিতে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটিতে বোকো হারাম, আল-শাবাব এবং আইএসের মতো জঙ্গিগোষ্ঠীর তৎপরতা অনেক বছর ধরেই। সাধারণ মানুষের বাড়ি ঘরে লুটপাট, শিক্ষার্থীদের অপহরণের সঙ্গে জড়িত বোকো হারাম। এসব জঙ্গিগোষ্ঠী নির্মূলে প্রায় সময় অভিযানে নামে সেনাবাহিনী।

সূত্র: টিআরটি।