দ. আফ্রিকায় বন্যায় ৪০০ প্রাণহানি, আরও বৃষ্টিপাতের আভাস

প্রবল বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চল। অব্যাহত বন্যার মধ্যেই আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বন্যায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তচ্যুত হয়েছেন লক্ষাধিক।

উপকূলীয় শহর ডারবানের পরিস্থিতি খুবই নাজুক। শহরের ঘর-বাড়ি, গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে গেছে বন্যায়। নতুন করে বৃষ্টিপাতে পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ পুসেলেতসো মোফোকেং বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত কয়েকদিন ধরে কেজিএনের কিছু অংশে বৃষ্টি অব্যাহত আছে। ব্যাপক আকারে বন্যার শঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছেন তিনি। 

পরিস্থিতি উত্তরণে সেনা, পুলিশ এবং স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মীরা একটি ছোট বেসামরিক বিমানবন্দর থেকে কাজ করছেন। বিমানবন্দরটি এয়ার শো এবং পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়ে থাকে। বিমানবন্দরে উদ্ধার অভিযানের সমন্বয়কারী জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভ স্টেইন বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি।

ভারী বৃষ্টিপাত ও বন্যায় এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি বাড়ি-ঘর ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে চার হাজার ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গা অথবা স্কুলে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সুপেয় পানির সংকটে পানির ট্যাংকের মাধ্যমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় সরকারের জরুরি ত্রাণ তহবিল ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ঘোষণা দিয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ