সুদানে সহিংসতায় নিহত ১৬৮

আফ্রিকার সুদানের দারফুরে গোত্রীয় সংঘাতে অন্তত ১৬৮ জন নিহত হয়েছেন। দারফুর অঞ্চলের শরণার্থী ও বাস্তুচ্যুতদের আশ্রয়দানে গঠিত সরকারি কো অর্ডিনেশন কমিটির মুখপাত্র অ্যাডাম রিগাল বলেন, আরব ও অন্য গোষ্ঠীর মধ্যে সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পশ্চিমা দারফুরের ক্রেইনিক এলাকায় গত বৃহস্পতিবার থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুখপাত্র রিগ্যান জানান, বৃহস্পতিবার আততায়ীর হাতে দুই জন নিহত হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। ফলে সেখানকার আরব ও স্থানীয় বংশোদ্ভূতদের মধ্যে দাঙ্গা বাঁধে।

সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেনেনাতে। ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়। সশস্ত্র গোষ্ঠীগুলো শহরের প্রধান হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একাধিক হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আগুন লাগানো ঘর-বাড়িতে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এসব ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি। এ হামলার জন্য স্থানীয় সশস্ত্র জানজাবিদ গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। সুদানে কয়েক দশক ধরে বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে।