হাসপাতালে অগ্নিকাণ্ডে সেনেগালে ১১ নবজাতকের মৃত্যু

সেনেগালের একটি আঞ্চলিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট ম্যাকি স্যাল জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের তিভাউয়ানে শহরের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ড নিয়ে বেশি বিস্তারিত কিছু না জানিয়ে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট লেখেন, ‘তিভাউয়ানের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনাটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যুর বেদনা ও আতঙ্কের কথা জেনেছি।’ নবজাতকদের মা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে ডিয়োফ সার জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা যাচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে যোগ দিতে বর্তমানে জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে ডিয়োফ সার জানান তিনি সফর সংক্ষিপ্ত করে অবিলম্বে সেনেগালে ফিরে যাবেন।

তিভাউয়ানের দেম্বা ডিয়োপ সাই জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনও হাসপাতালে অবস্থান করছেন। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

সূত্র: রয়টার্স