কাঁচির এক পোঁচে ভেঙে পড়লো সেতু!

প্রথম দৃষ্টিতে মনে হবে সেতুটি বেঁধে রাখা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা দিয়ে। উদ্বোধনের সময় কাঁচি দিয়ে মাত্র একবার কাটতে না কাটতেই পুরো সেতুটি ধসে পড়লো।

ঘটনাটি ঘটেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে। রাজধানীর একটি ছোট নদীতে কংক্রিটের এই নতুন পায়ে হাঁটার সেতুটি তৈরি করা হয়েছিল। ফিতা কেটে সেতুটি উদ্বোধন করছিলেন হুরলাইন বাদিলা।

ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুটি ধসে পড়ার সময় পানিতে পড়া এড়ানোর জন্য মরিয়া চেষ্টা হিসেবে তিনি কাঁচি ধরা হাতে অপর এক ব্যক্তির স্যুটের কলার ধরেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুহূর্তের মধ্যেই উল্লাস ধ্বনি উদ্বেগ ভরা চিৎকারে পরিণত হয়। সেতু ধসে আটকে পড়াদের উদ্ধারে মানুষ ছুট দেন।

কেউ গুরুতর আহত হয়েছেন কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে অনভিজ্ঞ মানুষেরা সেতুটি তৈরি করেছেন। সেতুটিকে ভার বহনে শক্তিশালী করতে পর্যাপ্ত পরিমাণ সিমেন্ট ব্যবহারের ক্ষেত্রে হিসাবে ভুল করেছেন নির্মার্তারা।

 

সূত্র: বিবিসি