কঙ্গোতে স্টেডিয়াম ভেঙে নিহত ১১

কঙ্গোতে একটি স্টেডিয়াম ভেঙে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার রাজধানী কিনশাসায় অবস্থিত ওই স্টেডিয়ামে একটি কনসার্ট দেখতে গিয়েছিল বিপুল সংখ্যক দর্শক। এক পর্যায়ে দর্শকদের উপচেপড়া ভিড়ে স্টেডিয়াম ভেঙে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল আসেলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

এদিন স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে জনপ্রিয় সংগীতশিল্পী ফ্যালি ইপুপার গান দেখতে হাজির হয় ৮০ হাজারেরও বেশি দর্শক। এই সংখ্যা রাজধানী শহরে অবস্থিত স্টেডিয়ামটির ধারণক্ষমতার চেয়ে ঢের বেশি। মানুষের উপচে পড়া চাপে ভিআইপি ও সংরক্ষিত আসনের দিকেও যেতে বাধ্য হয় বহু দর্শক।

স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল আসেলো ওকিতো জানিয়েছেন, পুলিশ ১১ জনের প্রাণহানির তথ্য নথিভুক্ত করেছে পুলিশ। এর মধ্যে দমবন্ধ হয়ে এবং স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়ে ১০ জন নিহত হয়েছেন। আরও সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।