অপহরণের পাঁচ দিন পর সাংবাদিকের লাশ উদ্ধার

অপহরণের পাঁচ দিন পর ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের কাছে মিললো দেশটির প্রখ্যাত সাংবাদিক মার্টিনেজ জোগোর লাশ। গত ১৭ জানুয়ারি তিনি অপহরণের শিকার হন।

অপহরণকারীদের থেকে বাঁচতে তিনি নিকটস্থ পুলিশ স্টেশনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। এ তথ্য জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

বেসরকারি রেডিও স্টেশন অ্যামপ্লিটিউড এফএমের পরিচালক মার্টিনেজ জোগো সম্প্রতি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি মিডিয়া আউটলেটের আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলা নিয়ে আলোচনা করেন। ৫১ বছর বয়সী এই সাংবাদিক নিয়মিত দুর্নীতি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন।

ক্যামেরুনের জাতীয় সাংবাদিক ইউনিয়ন এই ‘জঘন্য হত্যাকাণ্ডের’ সমালোচনা করেছে। তার স্মরণে সব গণমাধ্যমকর্মীদের আগামী বুধবার কালো পোশাক পরার অনুরোধ করা হয়েছে। সূত্র: আল জাজিরা।