হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে হাসপাতালে

তাঞ্জানিয়ার এক ব্যক্তি হাতির সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। সেলফি তোলার জন্য প্রস্তুত হওয়ার পর সেই হাতি আক্রমণ করে বসে। এরপর আহত ওই ব্যক্তিকে নেওয়া হয়েছে হাসপাতালে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরের মানিয়ারা অঞ্চলের সংরক্ষিত অঞ্চল থেকে একটি হাতির পাল পালিয়েছে। এই হাতির সেই পালের অংশ। একটি গ্রামে হাতিটি ক্ষেতের ফসল খাচ্ছিলো।

এক আঞ্চলিক পুলিশ কমিশনার বলেছেন, স্থানীয়দের কয়েকজন সেলফি তুলতে কাছাকাছি আসা শুরু করলে হাতি উত্তেজিত হয়ে পড়ে।

জর্জ কাতাবাজি নামের এই পুলিশ কমিশনার বলেন, ওই ব্যক্তিকে কিতেতো জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

মানুষের সঙ্গে বণ্যপ্রাণীর সংঘর্ষ তাঞ্জানিয়াতে অহরহ ঘটে। খরার মৌসুমে বণ্যপ্রাণী খাবারের খোঁজে গ্রামাঞ্চলে প্রবেশ করে।

সূত্র: বিবিসি