প্রতিবেশী দেশে ঢুকে ৭৯ সন্ত্রাসীকে হত্যার দাবি নাইজারের

প্রতিবেশী দেশ মালিতে অভিযান চালিয়ে ৭৯ সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে নাইজার। দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে এ অভিযান চালানো হয়।

এতে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় টিলাবেরির শহর ইন্টাগামে গত মাসে জঙ্গি হামলায় অন্তত ১৭ নাইজেরিয়ান সৈন্য নিহত হয়। বর্তমানে জরুরি অবস্থার মধ্যে থাকা বেশ কয়েকটি এলাকার মধ্যে এটি একটি। এ ছাড়া ১০ মার্চ নাইজারের আরেক পশ্চিমাঞ্চলীয় শহর তিলোয়াতে সেনাবাহিনীর সদস্যরা জঙ্গি হামলা শিকার হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ইউনিট ‘আলমাহাউ’ নামে অভিযানটি শুরু করে।  

মন্ত্রণালয় জানায়, বিমান ও স্থল বাহিনী পরিচালিত অভিযানটি মালির হামাকাত এলাকায় চালানো হয়। সেনাবাহিনীর কাছে তথ্য ছিল, অপরাধীদের আস্তানা সেখানে। অভিযানের সময় কোনো সেনা হতাহত হওয়ার খবর দেয়নি মন্ত্রণালয়।

সেনাবাহিনী জানায়, বুর্কিনা ফাসো এবং মালিকে আলাদা করা এলাকা টিলাবেরিতে হামলা হয়েছিল। অঞ্চলটিতে ২০১৭ সাল থেকে আল কায়েদা এবং আইএসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিত হামলা চালিয়ে আসছে। এসব হামলায় হাজার হাজার সেনার পাশাপাশি বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ।

নাইজার জানিয়েছে, মালি সঙ্গে ৮০০ কিলোমিটারেরও বেশি সীমান্তে নিরাপত্তার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সূত্র: টিআরটি