কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮

পশ্চিম কেনিয়ার ব্যস্ত জংশনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অন্য যানবাহন ও পথচারীদের চাপা দেয়। শুক্রবারের (৩০ জুন) এই ঘটনায় মারা গেছেন অন্তত ৪৮ জন, গুরুতরভাবে আহত হয়েছেন ৩০ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দেশটির কেরিচো ও নাকুরু শহরের মাঝামাঝি লন্ডিয়ানি জংশনে এমন দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক পুলিশ কমান্ডার টম বয়া ওডেরো বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৮টি অন্যান্য যান, কয়েকটি বাইক ও পথচারীদের ওপর উঠে যায়।’

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, ‘এখন পর্যন্ত ৪৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও দুই-একজন মানুষকে এখনও ট্রাকের নিচ থেকে উদ্ধার করা যায়নি বলে ধারণা করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শী মাউরিন জেপকোচ বলেন, ‘শোচনীয় এক দৃশ্য দেখেছি। প্রচুর মানুষ মারা গেছেন, রাস্তা জুড়ে ছড়িয়ে ছিল শুধু রক্ত আর মৃত দেহ।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং অন্যান্য নেতারা। এমন দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন। সূত্র: এএফপি