ফরাসি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করলো মালি

প্যারিসে মালির দূতাবাস ফরাসি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করেছে। মালির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, অনির্দিষ্টকাল এই স্থগিতাদেশ বহাল থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এক বিবৃতিতে মালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক উত্তেজনায় ফ্রান্স মালিকে রেড জোন হিসেবে চিহ্নিত করার বিষয়টি জানার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে ফ্রান্স মালির নাগরিকদের ভিসা প্রদান স্থগিত এবং বামাকোতে নিজেদের ভিসা সেন্টার বন্ধ করে।

দুই সপ্তাহ আগে নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে সেনাবাহিনী উৎখাতের পর অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে।

জান্তা নেতৃত্বাধীন মালি, বুরকিনা ফাসো ও ঘিনির সরকার নাইজারে অভ্যুত্থানকারীদের প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে দেশগুলো নাইজারে সামরিক হস্তক্ষেপ বিরোধী অবস্থান নিয়েছে।

সেনাবাহিনী ২০২০ ও ২০২১ সালে  সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর মালি ও ফ্রান্সের সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে।

গত বছর মালির জান্তা রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধাদের  নিয়ে আসার পর ফ্রান্স নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়।