দ. আফ্রিকায় বন্দুকযুদ্ধে নারীসহ ১৮ সন্দেহভাজন ডাকাত নিহত

দক্ষিণ আফ্রিকাজুড়ে গত কয়েক বছরে সন্ত্রাসী হামলা ও ডাকাতির ঘটনা কয়েকগুণ বেড়েছে। এসব সশস্ত্র সন্ত্রাসীদের দমনে জিরো টলারেন্স দেখিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। দেশটির পুলিশ জানিয়েছে, শুক্রবার লিম্পোপো প্রদেশে বন্দুকযুদ্ধের সময় ১৮ সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে।

সন্দেহভাজন ডাকতরা নগদ অর্থ লুটপাটের পরিকল্পনা করছিল বলে জানা গেছে। জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা বলেছেন, দ. আফ্রিকার অন্যান্য প্রদেশে এ ধরনের ঘটনা তারা আগেও ঘটিয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, তারা মাপুমালাঙ্গা, গুয়েতেংয়ের বেশ কয়েকটি চক্রের সঙ্গে জড়িত। বন্দুকযুদ্ধের সময় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত।'

পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে সন্দেহভাজন ডাকাতদের গতিবিধির ওপর নাজর রাখা হচ্ছিল। তাদের কাছাকাছি যেতেই গুলি চালানো শুরু করে। জবাবে পাল্টা আক্রমণ করা হয়। এতে ঘটনাস্থলেই ২ নারী সদস্যসহ ১৮ জন নিহত হয়।

সূত্র: আল জাজিরা