পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ সেনা নিহত হয়েছেন। রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলে অবস্থিত কান্দাদজিতে বৃহস্পতিবার এ হামলা হয়।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনাসদস্যর ওপর হামলা চালালে প্রাণহানির এ ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীর হামলা ও এর জেরে সৃষ্ট লড়াইয়ে সাত সেনা নিহত হয়েছেন। অন্য পাঁচজন হামলার শিকার ইউনিটকে সাহায্য করার জন্য যাওয়ার পথে নিহত হন।
হামলার দায় কেউ না নিলেও আল কায়েদা এবং ইসলামিক স্টেটের স্থানীয় সহযোগীরা সন্দেহ করছে নাইজার প্রশাসন।
গত এক দশক ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল এবং পশ্চিম নাইজার অঞ্চল সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স