সোনার খনি ধসে জিম্বাবুয়েতে ৬ শ্রমিক নিহত, আটকা পড়েছেন অনেকে

জিম্বাবুয়ের চেগুতুতে বে হর্স সোনার খনি ধসে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আটকা পড়েছেন ৩০ জনের বেশি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী হারার থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।

সম্প্রচারমাধ্যম জেডবিসি জানিয়েছে, খনিতে আটকে থাকাদের উদ্ধারে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে ১৩ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন বলেছে, সেখানে কী হয়েছে তা দেখার জন্য সেক্রেটারি জেনারেল ও চেগুটু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থলে যাবেন।

জিম্বাবুয়েতে খনির দুর্ঘটনা অস্বাভাবিক নয়। এসব খনিতে সোনা, প্ল্যাটিনাম ও হীরার বিশাল মজুদ আছে। সন্ধান ও উত্তোলনের সময় সঠিক উপায় অবলম্বন না করায় থামছে না দুর্ঘটনা।