মিসরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ২৫ (ভিডিও)

মিসরের ইসমালিয়া শহরে সুয়েজ খাল সংলগ্ন পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এখন পর্যন্ত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। 

জরুরি বিভাগ জানিয়েছে, সোমবার ভোরের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান পুলিশ কমপ্লেক্সের চারদিকে ছড়িয়ে পড়েছে। কীভাবে আগুন লাগলো, এখনও জানাতে পারেন কর্তৃপক্ষ।

দুজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আগুন নেভাতে ৩ ঘণ্টারও বেশি সময় লড়াই করছে দমকলকর্মীরা।

আগুনের তীব্রতার কারণে ভবনের কিছু অংশ ধসে পড়ার কথা জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।