সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বিস্ফোরণে শান্তিরক্ষী নিহত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সোমবার (১৫ জানুয়ারি) বিস্ফোরণে জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। জাতিসংঘের একটি বাহিনীর বরাত দিয়ে এই খবর জানিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

নিহত ওই জাতিসংঘের শান্তিরক্ষী ক্যামেরুনের নাগরিক। সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনের অধীনে কর্মরত ছিলেন তিনি। লিম-পেন্ডে প্রিফেকচারের পাউয়া শহরের ৪৫ কিলোমিটার (২৮ মাইল) উত্তর-পশ্চিমে টহল দিচ্ছিলেন তিনি। ওইদিন সকাল সাড়ে ১১ টায় বিস্ফোরণের ঘটনা ঘটলে তার মৃত্যু হয়।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ক্যামেরুনিয়ান ওই শান্তিরক্ষী  ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের একটি দলের সঙ্গে টহল দিচ্ছিলেন। এসময় বিস্ফোরণের তার মৃত্যু হয়ে এবং আহত হন আরও পাঁচজন শান্তিরক্ষী। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জাতিসংঘ মিশন সেন্ট্রাল আফ্রিকান কর্তৃপক্ষকে এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে শান্তিরক্ষীর জীবনের উপর যে কোনও প্রচেষ্টা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং জাতীয় ও আন্তর্জাতিক বিচারের অধীনে শাস্তিযোগ্য।