চতুর্থ মেয়াদে কমোরোসের প্রেসিডেন্ট নির্বাচিত আজালি আসুমানি

জালিয়াতির অভিযোগ সত্ত্বেও চতুর্থবারের মতো কমোরোসের প্রেসিডেন্ট নির্বাচিত আজালি আসুমানি। ৬২ দশমিক ৯৭ শতাংশ ভোট নিয়ে ৫ বছর মেয়াদে বিজয়ী হয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশটির নির্বাচনী সংস্থা এই ঘোষণা করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন (সিইএনআই) প্রকাশিত ফলাফল অনুসারে, রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে আসুমানিকে পাঁচ প্রতিপক্ষকে মোকাবিলা করতে হয়েছিলো। তবে শেষ পর্যন্ত ৬২ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

 বিজয়ী ঘোষণার পরই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন আসুমানি। ভাষণে তিনি বলেছিলেন, ‘এই জয় শুধু আমার নয়। এটি কমোরোসের স্থিতিশীল মানুষদের জন্য যারা কথা বলেছে। এই বিজয় সবার।’

এদিকে, এই নির্বাচনে প্রাথমিক বিরোধীদের একজন মৌইগনি বারাকা সাইদ সোইলিহি। আসুমানিকে বিজয়ী ঘোষণার পরপরই নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতি ও অনিয়মের অভিযোগ এনে ফলাফলের তীব্র নিন্দা করেছেন তিনি।

তবে নির্বাচনী ফলাফলের স্বীকৃতি দিয়ে আসুমানিকে অভিনন্দন জানিয়েছেন বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ট এনদাইশিমিয়ে।

৬৫ বছর বয়সী আসুমানি একজন সাবেক সামরিক কর্মকর্তা। ১৯৯৯ সালের একটি অভ্যুত্থানে প্রথমবারের ক্ষমতায় এসেছিলেন তিনি। বর্তমানে তিনি ২০০২ থেকে ২০০৬ এবং ২০১৬ থেকে বর্তমান পর্যন্ত পরপর দুটি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।