ব্রাজিলে হেলিকপ্টার ভূপাতিত হয়ে ৪ পুলিশ নিহত

_92566225_mediaitem92566224ব্রাজিলে একটি হেলিকপ্টার ভূপাতিত হয়ে চার পুলিশ নিহত হয়েছেন। রিও ডি জেনিরোর গড ফাবেলা শহরে এ ঘটনা  ঘটেছে। হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ফুটেজে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, অপরাধী চক্রই গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, হেলিকপ্টারটি একটি চলমান পুলিশি অভিযানে সহযোগিতা করছিল। অভিযানটি ফাবেলার একটি অপরাধী চক্রের বিরুদ্ধে পরিচালিত হচ্ছিল। ওই এলাকায় শনিবার বেশ কয়েকটি অপরাধী চক্রের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।  ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে নিহতদের লাশ বের করে নিয়ে আসে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ফরেনসিক কর্মকর্তারা ধ্বংসস্তূপ পরীক্ষা করে ভূপাতিত হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

২০১০ সালে মাদকপাচার চক্রের বিরুদ্ধে অভিযান ব্যর্থ হওয়ার গত দুই বছরে রিওতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শুধু চলতি বছরেই সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৬৪৯ জন নিহত হয়েছেন মাদক ব্যবসাকে কেন্দ্র করে। গত বছরের একই সময়ের তুলনায় তা ১৮ শতাংশ বেশি। সূত্র: বিবিসি।

/এএ/