নিউ ইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ

গত শনিবার নিউ ইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পাইলট ছাড়া সবাই ওই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। কর্তৃপক্ষ নিহত পাঁচ জনের নাম প্রকাশ করেছে।  ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই দুর্ঘটনার বিষয়ে পাইলটের দাবির সত্যতা ও অন্যান্য বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিভাগ বিচার বিশ্লেষণ করছে।

h

পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন, ২৬ বছর বয়সী ব্রায়ান ম্যাকড্যানিয়েল, ৩৪ বছর বয়সী ড্যানিয়েল থম্পসন, ২৯ বছর বয়সী ট্রিস্টিয়ান হিল, ২৬ বছর বয়সী ট্রেভর কাডিগান এবং ২৯ বছর বয়সী কার্লা ভ্যালেজোস। এদের মধ্যে ব্রায়ান ম্যাকড্যানিয়েল ২০১৬ সাল থেকে ‘ডালাস ফায়ার রেসকিউতে’ কর্মরত ছিলেন। তার বিষয়ে তার এক বাল্যবন্ধু মন্তব্য করেছেন, ‘ম্যাকড্যানিয়েলের লোক দেখানোর কোনও ইচ্ছা ছিল না। সে অনেক টাকার মালিকও হতে চায়নি  কখনও।’ ম্যাকড্যানিয়েল ট্রেভর কাডিগানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিজনেস ইনসাইডার পত্রিকায় কাডিগানের সদ্য ইন্টার্নশিপ শেষ হয়েছিল। বিজনেস ইনসাইডার তাদের সাবেক সহকর্মীর মৃত্যুতে লেখা শোকবার্তায় জানিয়েছে, কাডিগান একজন বুদ্ধিমান ও মেধাবী তরুণ সংবাদকর্মী ছিলেন।

কার্লা ভ্যালেজোস ছিলেন আর্জেনন্টিনা থেকে যাওয়া পর্যটক। ভ্রমণ প্রতিষ্ঠানের সাবেক কর্মী নিহত ট্রিস্টান হিলের বাগদান সম্পন্ন হয়ে গিয়েছিল। তার আগের কর্মস্থল বাস্কেটবল দল ওয়েস্টচেস্টার নিকস জানিয়েছে, হিলের মুখে সারাক্ষণ হাসি লেগে থাকত। তিনি যেখানেই যেতেন সেখানেই চারপাশ উজ্জ্বল হয়ে উঠতো তার উপস্থিতিতে। আর ড্যানিয়েল থম্পসন ‘ইয়াং নিউ ইয়র্কারস কোরাসের’ সদস্য ছিলেন। তার বন্ধুরা বলেছেন, তিনি খুবই মিশুক প্রকৃতির ছিলেন।

৩৩ বছর বয়সী রিচার্ড ভান্স হেলিকপ্টারটি চালাচ্ছিলেন। তার ধারণা,  আরোহীদের কারোর ব্যাগের কারণে জ্বালানি বন্ধ করে দেওয়ার আপৎকালীন সুইচে চাপ পড়ে গিয়েছিল। সে কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ বলেছে, তারা ওই সুইচের বিষয়টি তদন্ত করবে। তাছাড়া হেলিকপ্টারের ভাসিয়ে রাখার যন্ত্রপাতি ও আরোহীদের ক্যামেরাতে থাকা ছবিও খতিয়ে দেখবেন তারা।