মেক্সিকোয় দুটি ট্রাক থেকে ২৪৩ অভিবাসী আটক

মেক্সিকো কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ছিয়াপাসে দুটি ট্রাক ভর্তি ২৪৩ জন অভিবাসীকে আটক করেছে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ পৃথক স্থান থেকে ট্রাক দুটি আটক করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

core_breaking_now

মেক্সিকো সরকারের বিবৃতি অনুসারে, আটক হওয়া অভিবাসীরা গুয়াতেমালা, এল সালভাডোর ও হন্ডুরাসের নাগরিক। এদের মধ্যে ৪৬ শিশু রয়েছে।

বৃহস্পতিবার রাতে মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, অভিবাসীরা পানিশূন্যতায় ভুগছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের জিম্মায় পাঠানো হয়েছে।

ট্রাক দুটির চালক ও তাদের সঙ্গীদের আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের চাপে মেক্সিকো হয়ে অভিবাসীদের যাতায়াত বন্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে মেক্সিকো। মানবপাচাররোধে অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।