কানাডায় তাপদাহে গলছে সড়ক!

তীব্র তাপদাহে অতিষ্ঠ কানাডার জনজীবন। দেশটিতে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড তাপমাত্রায় বিভিন্ন জায়গার অবকাঠামো গলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, তাপদাহের কারণে সড়ক এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েকদিন ধরেই কানাডাসহ ইউরোপের অধিকাংশ জায়গায় তাপদাহ শুরু হয়েছে। শীত প্রধান দেশগুলোতে তাপমাত্রা এতটাই বেশি যে ঘরে থাকাটাও যেন কষ্টকর। কয়েকদিন ধরে তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ে চলছে।

জলবায়ু পরিবর্তনের কারণে মেরু এলাকাগুলোয়ও রেকর্ডভাঙা গরম দেখা যাচ্ছে। এ বিষয়ে এনভায়রনমেন্ট কানাডা সংস্থার জ্যেষ্ঠ জলবায়ুবিদ ডেভিড ফিলিপস বলেন, 'মরুভূমির মতো গরম পড়ছে। কানাডা বিশ্বের দ্বিতীয় শীতলতম ও তুষারপাতপ্রবণ দেশ। আমরা তুষারঝড়ের সঙ্গে পরিচিত। এমন তীব্র গরমের সঙ্গে অভ্যস্ত নই। এখন আমাদের এখানকার চেয়ে দুবাইয়ে তুলনামূলক কম গরম পড়ছে'।

রেকর্ডভাঙা তাপামাত্রার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক স্কুল। গরমে হাঁপিয়ে ওঠা মানুষ পুল এবং আইসক্রীমের দোকনে ভিড় করতে দেখা গেছে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর পশ্চিমাঞ্চলের হিটওয়েভ মাত্র শুরু হয়েছে। সামনে বাড়বে তাপমাত্রা।

অস্বাভাবিক তাপমাত্রায় স্টিলের তৈরি বস্তুর প্রসার ঘটছে। পিচ ঢালা সড়ক গলে যাওয়ার প্রকশিত ছবিতে দেখা গেছে সড়ক গলে পড়েছে। তবে এ বিষয়ে দেশটির সরকার নিশ্চিত করেনি।

কানাডার টিকা কেন্দ্রগুলাও সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তাপমাত্রার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকে। কেউ আবার প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না। এই গরমে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলসহ অনেক জায়গায় গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের।