হাইতির প্রেসিডেন্ট খুনের ঘটনায় নিরাপত্তা প্রধান গ্রেফতার

প্রেসিডেন্ট জোভেনেল মোইসির হত্যাকাণ্ডের ঘটনায় তার নিরাপত্তা প্রধানকে গ্রেফতার করেছে হাইতির পুলিশ। প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক প্রধান জেন ল্যাগুয়েল সিভিলকে হত্যার ষড়যন্ত্রে সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি গত ৭ জুলাই রাতে নিজ বাড়িতে খুন হন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ জানান,স্থানীয় সময় বুধবার ভোর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে হামলা চালিয়ে তাকে গুলি চালিয়ে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্টলেডিকে হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপত্তা কর্মীদের উপর গুলিবর্ষণ ছাড়াই বাড়িটিতে প্রবেশ করে সশস্ত্র ব্যক্তিরা।

হাইতি পুলিশের মুখপাত্র ম্যারি মিশেল ভেরিয়ার বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি সোমবার প্রেসিডেন্ট জোভেনেল মোইসির হত্যাকাণ্ডে চলমান তদন্তের অংশ হিসেবে জেন ল্যাগুয়েল সিভিলকে গ্রেফতার করেছে পুলিশ।’ জেন ল্যাগুয়েল সিভিলের আইনজীবী রেনল্ড জর্জেসও তাকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। তবে আইনজীবীর দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে।

জেন ল্যাগুয়েল সিভিল ছাড়াও প্রায় ১২ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিহত প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা চার কর্মকর্তাকে।

প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে হত্যার কারণ সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে হাইতি ও বিদেশি নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে দায়ী বলে মনে করা হচ্ছে।