জাস্টিন ট্রুডোকে হুমকি দেওয়া ব্যক্তি গ্রেফতার

কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডোকে নির্বাচনি প্রচারণার সময় হুমকি দেওয়ার অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আগস্টের শেষ সপ্তাহে ক্যামব্রিজ শহরে ট্রুডোকে এই হুমকি দেওয়া হয়। ওন্টারিও পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়াটার রিজিওনাল পুলিশ গ্রেফতারকৃতে পরিচয় প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, তার বয়স ৩২ এবং কিচেনার শহরের বাসিন্দা।

এক বিবৃতিতে পুলিশ জানায়, তার বিরুদ্ধে হুমকি দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ আগস্ট। এরপর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে।

এবারের নির্বাচনি প্রচারে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ট্রুডো। বিশেষ করে সরকারি কর্মী এবং ট্রেন ও বিমান ভ্রমণে করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করায় বিক্ষোভের মুখে পড়েছেন।

৬ সেপ্টেম্বর ওন্টারিও’র লন্ডন শহরে এক ক্ষুব্ধ প্রতিবাদকারী নির্বাচনি প্রচারণার সময় তাকে লক্ষ্য করে পাথরের টুকরো ছুড়ে মারেন। এই ঘটনাটিও স্থানীয় পুলিশ তদন্ত করছে।