কোভিড-১৯: ২ বছরের শিশুদের টিকা দিচ্ছে কিউবা

কিউবার নিজস্ব উৎপাদিত দুটি ভ্যাকসিন রয়েছে। আবদালা ও সবারানা নামের এই দুটি ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছে দেশটি।

মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, বৃহস্পতিবার থেকে কিউবা দুই থেকে দশ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে শিশুদের টিকা প্রয়োগ প্রয়োজন।

দেশটির উদ্ভাবিত আবদালা ও সোবারানা টিকাটির তিনটি করে ডোজ নিতে হয়। কয়েক সপ্তাহ আগে দেশটিতে ১১ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হয়।

করোনার প্রাদুর্ভাবে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা প্রচণ্ড চাপে পড়ে। এতে অর্থনৈতিক বিভিন্ন সংকটও দেখা দেয়। করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছিল মাতাঞ্জাস, সিয়েগো ডি আভিলা ও সিয়েনফুয়েগস প্রদেশে। আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশের চিকিৎসকরা সহযোগিতায় এগিয়ে আসেন।