জাতিসংঘ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কিরোগার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সফরসঙ্গী হিসেবে তিনি অধিবেশনে যোগ দিয়েছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ব্রাজিল সরকারের গণযোগাযোগ দফতরের এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কিরোগার করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কোভিড ধরা পড়ার পর থেকে কিরোগা নিউ ইয়র্কে কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি ভালো আছেন।

জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়া ব্রাজিল প্রতিনিধি দলের সবারই কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী ছাড়া বাকি সবার নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া সবাইকে টিকা নিতে বলা হলেও সেটি উপেক্ষা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। টিকা ছাড়াই অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।