ভেসে উঠলো বিপন্ন প্রজাতির শত শত মৃত কচ্ছপ

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিরল প্রজাতির তিনশ’ ‘অলিভ রিডলে’ কচ্ছপ মৃত অবস্থায় ভেসে উঠেছে। মেক্সিকোর পরিবেশ মন্ত্রী জানিয়েছেন, ‘কচ্ছপগুলো সাগরে ডুবে মারা যায়’। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এই প্রজাতির কচ্ছপকে অনেক আগেই ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইন্টারনশ্যাল ইনিউয়ন ফর দ্য কনজারভেশন অব ন্যাচার (আইউসিএন)। সংস্থাটি বলছে, এদের সংখ্যা দিন দিন কমে আসছে। বিশ্বের খুব কম জায়গায় এই প্রাণীটি এখনও ঝুঁকি নিয়ে টিকে আছে।

খবরে জানা গেছে, মেক্সিকোর পশ্চিম উপকূলের ওক্সাকা সৈকতে কচ্ছপগুলো ভেসে উঠে। ওই সৈকতে কচ্ছপগুলো ডিম পাড়তে আসতো। সবগুলো মা কচ্ছপ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

কচ্ছপগুলোর মৃতের কারণ এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে, সাগরে অবৈধ পরিত্যক্ত মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে।

মেক্সিকোর ওক্সাকা উপকূলে এবারই প্রথম মৃত কচ্ছপ ভেসে আসেনি। ২০১৮ সালে বিপন্ন প্রজাতির তিনশ’ মৃত কচ্ছপ শনাক্ত করে এক জেলে। পরিত্যক্ত জালে জড়িয়ে ছিল। ১৯৯০ সাল থেকে মেক্সিকোতে সামুদ্রিক কচ্ছপ শিকার এবং হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই আইন অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।