ওমিক্রন: কানাডায় বাড়ছে সংক্রমণ

কানাডায় করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ওমিক্রনে ১৫ জন শনাক্ত। দেশটিতে এই ভ্যারিয়েন্টে শনাক্ত বাড়তে থাকায় নতুন করে অসুস্থতার সংখ্যা বৃদ্ধির পাওয়ার ইঙ্গিত দিয়েছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা।

৫০ বছরের বেশি বয়সী যারা টিকার প্রথম দুই ডোজ নিয়েছেন তাদেরকে ৬ মাস পর বুস্টার ডোজের সুপারিশ করা হয়েছে। বিষয়টিকে সমর্থন দিচ্ছে কানাডার কেন্দ্রীয় সরকার।

ওমিক্রনের সংক্রমন ঠেকাতে আফ্রিকার ১০ দেশের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাদে বিশ্বের অন্য যেকোনও দেশ থেকে আসা ভ্রমণকারীদের করোনার টিকা নেওয়া থাকতে হবে।

এক বিবৃতিতে কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম সাংবাদিকদের বলেন, ওমিক্রন শনাক্ত হওয়াদের মধ্যে ১১ জনই সম্প্রতি দেশের বাইরে ভ্রমণের ইতিহাস রয়েছে। দেশেটির ১২ বছর বয়সী এক শিশুও ওমক্রিনে সংক্রমিত।

নতুন ভ্যারিয়েন্টে এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিপদ এড়াতে বুস্টার ডোজ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।