ভেনেজুয়েলাকে দেওয়া সামরিক সহযোগিতা নিয়ে কলম্বিয়াকে আশ্বস্ত করলো রাশিয়া

ভেনেজুয়েলায় পাঠানো রুশ সামরিক সহযোগিতা কলম্বিয়ায় হামলা, লাতিন আমেরিকাকে অস্থিতিশীল অথবা বেআইনি সশস্ত্র গোষ্ঠীর হাতে যাবে না বলে রাশিয়া নিশ্চয়তা দিয়েছে। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট মার্তা লুসিয়া রমিরেজ একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো গত সপ্তাহে দাবি করেছিলেন, রাশিয়া ও ইরানের কারিগরি সহযোগিতায় সীমান্তে সেনা মোতায়েন করছে ভেনেজুয়েলা। তিনি এই সেনা মোতায়েনকে বিদেশি হস্তক্ষেপ বলে উল্লেখ করেছিলেন।

সোমবার রাতে কলম্বিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই তাবদুমাদজের সঙ্গে বৈঠকের পর রমিরেজ সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলা ও রাশিয়ার মধ্যকার সামরিক সহযোগিতা অবহেলা কিংবা যে কোনও কারণে রুশ সামরিক সরঞ্জাম যেনও সীমান্তের বেআইনি সশস্ত্র গোষ্ঠীর হাতে না যায় সেজন্য আমরা ন্যূনতম কোনও ঝুঁকি থাকুক চাই না।

তিনি আরও বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন ভেনেজুয়েলার সঙ্গে রুশ সহযোগিতা কলম্বিয়া বা লাতিন আমেরিকার কোনও দেশ কিংবা অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব রাখে এমন সামরিক পদক্ষেপে ব্যবহৃত হবে না।