রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার আগে শর্তবিহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউক্রেন। রবিবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ সমাপ্ত করার আগ্রহ প্রকাশের বিষয়টি ইতিবাচক। তবে যে কোনও লড়াই অবসানের পথে প্রাথমিক ধাপ হলো যুদ্ধবিরতি।
শনিবার যুক্তরাষ্ট্র ও প্রধান ইউরোপীয় শক্তিদের কাছ থেকে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সমর্থন পেয়েছেন জেলেনস্কি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এদিকে, রবিবার সকালে পুতিন বলেন, আগামী ১৫ তারিখ ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত আছে রাশিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেন আলোচনায় বসতে প্রস্তুত। আর একটি দিনের জন্যও রক্তপাত চালিয়ে যাওয়ার কোনও যৌক্তিকতা নেই। আমরা আশা করব, আগামীকাল থেকে সামগ্রিক, স্থায়ী এবং নির্ভরযোগ্য যুদ্ধবিরতি নিশ্চিত করবে রাশিয়া।
জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক বলেছেন, সর্বাগ্রে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, তারপর অন্য বিষয়ে আলাপ। মিষ্টি কথার আড়ালে রাশিয়া তাদের যুদ্ধের খায়েশ লুকিয়ে রাখবে, সেটা মেনে নেওয়া হবে না।
ইউক্রেনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও একই মনোভাব দেখেছেন রয়টার্স প্রতিনিধি।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের কর্মকর্তা আন্দ্রিই কোভালেঙ্কো বলেছেন, রাশিয়া বরাবরই যুদ্ধবিরতি এড়িয়ে চলার চেষ্টা করেছে। সামগ্রিক যুদ্ধবিরতিতে এবার তাদের সম্মত হতে হবে।